Big Breaking: আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ল কংগ্রেসর নেতা পি চিদম্বরমের পুত্র..


ফের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কংগ্রেস এর এক বড় নেতার ছেলে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। বুধবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চেন্নাই বিমান বন্দরে নামতেই ওনাকে গ্রেফতার করা হয়। 


আসল ঘটনাটি হলো আইএনএক্স মিডিয়ার আর্থিক কেলেঙ্কারি মামলায় ওনাকে গ্রেফতার করে সিবিআই। কেন হলো গ্রেফতার, অভি‌যোগ ওঠে আইএনএক্স মিডিয়ার বিদেশ থেকে টাকা সংগ্রহের জন্য ‌যে ইনভেস্টমেন্ট প্রেমোশন বোর্ডের ছাড় পাচ্ছিল না।

এবং সেই ছাড়পত্রের জন্য টাকা নেন কার্তি চিদম্বরম। ঘটনাটি ঘটে ২০০৭ সালে এবং সেই সময় কেন্দ্র সরকারে অর্থমন্ত্রী ছিলেন ওনার বাবা পি ছিদম্বরম। বর্তমানে ঘটনার তদন্ত করহে সিবিআই। এর সাথে সিবিআই এক লুক আউট নোটিশ জারি করে যার ফলে বিদেশ‌যাত্রা বর্তমানে বন্ধ কার্তি চিদম্বরম এর জন্য।

Comments

Popular posts from this blog

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা

বিনা অনুমতিতে CAA বিরোধী প্রদর্শন করছিল ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর! হায়দ্রাবাদ পুলিশ করলো গ্রেফতার